'ফুলোঁ কা তারোঁ কা সবকা কেহনা হ্যায়, এক হাজারোঁমে মেরি বেহনা হ্যায়'। না বলেও যেন এই গানের দুটি লাইন পরতে পরতে আমজনতাকে অনুভব করিয়ে দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভাই-বোনের খুনসুটির একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে বোন প্রিয়াঙ্কার (Priyanka Gandhi Vadra) কাঁধে হাত রেখে কিছু বললেন দাদা রাহুল। এরপরেই কাছে টেনে নিলেন প্রিয়াঙ্কাকে। গালে এঁকে দিলেন স্নেহচুম্বন। যে ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা। 'ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস'-এর ফেসবুক পেজ থেকে এই ভিডিয়ো আপলোড করা হয়। ক্যাপশনে লেখা-'ভাইবোনের এই ভালবাসা ভাঙার নয়'। ভিডিয়োটির কমেন্ট সেকশনে অনুরাগীরা লাইক-কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন।
আরও পড়ুন- নোটবন্দির সিদ্ধান্তে 'ভুল' ছিল না, সোমবার রায় দিল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। ১২টি রাজ্য অতিক্রম করে বর্তমানে এই যাত্রা রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। লোনি সীমান্তে তাঁর দাদা রাহুল গান্ধীকে স্বাগত জানান বোন প্রিয়াঙ্কা।