গত ২০ বছর ধরে রাহুল গান্ধীর ঠিকানা ছিল নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো। সাংসদ হিসেবে এই বাংলোটি প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর জন্য বরাদ্দ। সাংসদ পদ খারিজ হওয়ার পর রাহুলকে এই সরকারি বাংলো ছাড়ার সময়সীমা দিয়েছিল লোকসভার হাউজিং কমিটি। নির্দিষ্ট সময় বাংলো ছেড়ে দিলেন রাহুল।
শনিবার সকালে রাহুলের বাংলোয় যান তাঁর বোন প্রিয়াঙ্কা। দুপুরে তিনি আবার যান ১২ তুঘলক রোডে। ২০০৪ সালে আমেঠি লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে প্রথম সাংসদ হন রাহুল। পদ হারানোর পরই এই বাংলো ছেড়ে দিলেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনে প্রচারের সময় কর্নাটকের কোলারে 'মোদী' পদবী নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাহুল গান্ধী। সেই নিয়ে গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচ এইচ বর্মা ২ বছরের জেলের সাজা দেন রাহুল গান্ধীকে। ওই রায়ের ভিত্তিতে রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়।