'বিজেপি ও আরএসএসকে(Rahul Gandhi on BJP-RSS) আমার গুরু মনে করি।' শুক্রবার দিল্লিতে এমনটাই জানালেন রাহুল গান্ধী। ওয়ানাড়ের কংগ্রেস সাংসদের(Congress MP) কথায়, তিনি চান বিজেপি, আরএসএস কংগ্রেসকে আরও আক্রমণাত্মকভাবে নিশানা করুক। তাতে কংগ্রেস পার্টি ও তার আদর্শ বুঝতে সহায়ক হবে। এমনটাই মত রাহুলের(Rahul Gandhi)।
গত ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'(Bharat Jodo Yatra)। এরপর ৯ দিনের বিরতি শেষে ফের একবার পথে নামবেন রাহুল গান্ধী(Rahul Gandhi on Bharat Jodo Yatra)। তাঁর কথায়, ভারত জোড়ো যাত্রা শুরুর সময় তিনি এটিকে পাহাড় থেকে সাগর পর্যন্ত এক সাধারণ পদযাত্রা হিসাবেই নিয়েছিলেন। কিন্তু পথ চলতে চলতে অচিরেই তিনি অনুভব করেন, এই যাত্রার নিজস্ব এক অনুভূতি রয়েছে।
এদিন ওয়ানাডের সাংসদ বলেন, ভারত জোড়ো যাত্রার দরজা সবার জন্য খোলা। তাঁরা কাউকে পদযাত্রায় সামিল হতে বাধা দেননি। অখিলেশ যাদব(Akhilesh Yadav), কুমারী মায়াবতী(Kumari Mayabati) এবং অন্য যাঁরা 'মোহাব্বত কা হিন্দুস্তান' চান এবং কংগ্রেসের সঙ্গে আদর্শগত মিল থাকা প্রত্যেককেই রাহুল এই পদযাত্রায়(Bharat Jodo Yatra) আমন্ত্রণ জানিয়েছেন।