কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেফতার করতেই ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোস্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ লিখলেন, ইডি, সিবিআই বা আয়কর দফতর এখন আর সরকারি সংস্থা নয়। এগুলি বিজেপির হাতিয়ারে পরিণত হয়েছে। এই সব কেন্দ্রীয় সংস্থা এখন বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য নিয়োজিত ‘সেল’। রাহুলের অভিযোগ, বিজেপি নিজেই দুর্নীতিতে ডুবে রয়েছে। ক্ষমতার চরম লোভে গণতন্ত্রকে ধ্বংস করার অভিযান চালাচ্ছে কেন্দ্রের শাসকদল।
Hemant Soren-Rahul Gandhi: হেমন্ত সোরেনের গ্রেফতারে বিস্ফোরক রাহুল, কংগ্রেস নেতার তোপের মুখে ইডি-সিবিআই
ঝাড়খণ্ডের হেমন্ত সরেনের দল মুক্তি মোর্চার (জেএমএম) সঙ্গে জোট রয়েছে কংগ্রেসের। হেমন্তের পরিবর্তে মুখ্যমন্ত্রী হতে চলেছেন জেএমএম নেতা চম্পাই সরেন। তাঁকে সমর্থন জানিয়েছে কংগ্রেস।
জমি দুর্নীতির অভিযোগে হেমন্তকে গ্রেফতার করেছে ইডি৷ টানা ৭ ঘণ্টা জেরার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজভবনে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দেন হেমন্ত। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।