তাঁর ফোনে আড়ি পাতছে নরেন্দ্র মোদী সরকার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে। সিলিকন ভ্যালির স্টার্ট-আপ উদ্যোগপতিদের সঙ্গে একটি কথোপকথনে এই দাবি করেন রাহুল গান্ধী। ৩১ মে-র ওই অনুষ্ঠানে রাহুলের দাবি, তিনি মনে করেন, তাঁর ফোন হ্যাক করা হচ্ছে।
রসিকতা করে রাহুল তারপর তাঁর নিজের ফোন থেকে বলেন, "হ্যালো মিস্টার মোদী! তার সঙ্গে এই কথাও যোগ করেন রাহুল যে, কেন্দ্র যদি কারও ফোনে আড়ি পাততে চায়, তাহলে তা কারও পক্ষেই আটকানো সম্ভব নয়।