প্রকল্পগুলো এখন সম্পূর্ণ হচ্ছে । আগে শুধু শিলান্যাস ও উদ্বোধন হত । নাম না করে প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । বৃহস্পতিবার পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এরপর পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে সফর করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । সেইসময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন রেলমন্ত্রীর প্রসঙ্গ তোলেন বর্তমান রেলমন্ত্রী । নাম না করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাজেট অনেক কম ছিল । আগে প্রকল্পগুলি বাস্তব রূপ পেত না । এখন প্রকল্পগুলো সম্পূর্ণ হচ্ছে । গঙ্গার নীচে মেট্রোর কাজও এগিয়েছে প্রধানমন্ত্রীর কৃতিত্বে ।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "২০১০-১১ সালে কে রেলমন্ত্রী ছিলেন, আপনারা জানেন । তখন রেলের বাজেট ছিল ২০ হাজার থেকে ৩০ হাজার কোটি টাকা । এখন তা পৌঁছেছে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকায় । আগে শুধু শিলান্যাস আর উদ্বোধন হত। কেবল অনুষ্ঠান করেই ক্ষান্ত থাকতেন । তার পরে প্রকল্পের কী হল, তার কোনও পরোয়া করতেন না । এখন প্রকল্পগুলো সম্পূর্ণ হতে দেখছেন ।" তবে, রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, যেভাবে বর্তমান রেলমন্ত্রী প্রাক্তন রেলমন্ত্রীকে কটাক্ষ করেছেন, তা শিষ্টাচারসম্মত নয় ।