তিন সপ্তাহ আগে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা । মৃত্যুমিছিল দেখেছিল ওড়িশার বালাসোর (Balasore) । বুধবার সেখানেই যোগদিবস পালন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । আন্তজার্তিক যোগ দিবসে বালেশ্বর গিয়েছেন তিনি । সেখানেই বহু মানুষের সঙ্গে যোগাসন করতে দেখা গেল রেলমন্ত্রীকে (Ashwini Vaishnaw) ।
জানা গিয়েছে, এদিন, দুর্ঘটনায় স্থানীয় উদ্ধারকারীদের সঙ্গে দেখা করেছেন রেলমন্ত্রী । তাঁদের সঙ্গেই যোগদিবস পালন করেছেন বলে খবর । এছাড়া এখনও যারা আহত হয়ে ওড়িশার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের সঙ্গেও রেলমন্ত্রী সাক্ষাৎ করতে পারেন বলে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন, International Yoga Day: সারমেয়দেরও যোগ দিবস! পুলিশের অনুষ্ঠানে নজর কাড়ল দুই ফিটনেস ফ্রিক কুকুর
২ জুন করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মালগাড়িতে ধাক্কা মারে । উল্টে যায় বেশ কয়েকটি বগি । দুর্ঘটনায় ২৯০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয় । এছাড়া, এক হাজার জনের বেশি আহত হয়েছেন বলে খবর ।