শুক্রবার রেল কর্তৃপক্ষ (Indian Railway) বিবৃতি দিয়ে জানায় সপ্তাহ শেষে ১০ মিনিটের জন্য বন্ধ থাকবে অসংরক্ষিত টিকিট (Railway Ticket) কাটার প্রক্রিয়া। অর্থাৎ ওই ১০ মিনিট টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন না যাত্রীরা। রেল সূত্রে খবর, প্রযুক্তিগত উন্নয়ন করতেই কিছু সময়ের জন্য অসংরক্ষিত টিকিট পরিষেবা বন্ধ রাখা হবে।
চড় মারার প্রতিশোধ,পড়শির ৯ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন নাবালকের,চাঞ্চল্য মহারাষ্ট্রে
তবে ওই ১০ মিনিট এমন সময় বেছে নেওয়া হয়েছে যখন যাত্রীদের যাতায়াত তুলনামূলক কম হয়। ৪ ডিসেম্বর রাত ১২ টা ৫ থেকে ১২ টা ১৫ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা৷ কাজ মিটলে আবার স্বাভাবিক হয়ে যাবে টিকিট কাটার প্রক্রিয়া।