সংরক্ষিত কামরাগুলিতে এতদিন পর্যন্ত সাধারণ মানুষের ওঠার নিয়ম ছিল না। এই কারণে , সংরক্ষিত কামরাগুলি ফাঁকা হলেও একাধিক ট্রেনের জেনারেলে তিল ধারণের জায়গা থাকে না। বাহানাগা দুর্ঘটনার পর নতুন করে সংরক্ষিত কামরা নিয়ে ভাবছে রেল বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত সংরক্ষিত কামরাগুলিতে যথেষ্ট যাত্রী না হলে সেগুলিকে জেনারেল করে দেওয়া হবে।
যেই ট্রেনগুলির সংরক্ষিত কামরা পূরণ হচ্ছে না সেই ট্রেনগুলিকে দ্রুত চিহ্নিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে। পদ্ধতিগত এই পরিবর্তন এনে জেনারেল কোচগুলিতে ভিড় কমাতে চাইছে রেল। কিন্তু এক্ষেত্রেও থেকে যাচ্ছে প্রশ্ন।
Geetika Srivastava: পাকিস্তানের ভারতীয় দূতাবাসে প্রথম মহিলা প্রধান হচ্ছেন গীতিকা শ্রীবাস্তব
এর জেরে সংরক্ষিত কামরায় বেশি টাকা দিয়ে টিকিট কেটেও ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। সাধারণ টিকিট কেটে যাত্রীরা সংরক্ষিত কামরায় চড়ে বসেন। এবিষয়ে , রেল জানিয়েছে সব ট্রেনের ক্ষেত্রে এই একই নিয়ম লাগু হবে না।