আগেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এবার ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনা হল, তা গোড়া থেকেই খতিয়ে দেখা হবে। একইসঙ্গে সঙ্গে আগের অবস্থান থেকে সরে রেলও জানিয়েছে, প্রথমে বেলাইন হয়েছিল ডাউন হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেসের পিছনের দুটি বগি। তাতে গিয়েই সজোরে ধাক্কা মেরেছিল আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। এই ঘটনায় মৃত্যের সংখ্যা এখন ঠিক কত, তা স্পষ্ট না হলেও রেলমন্ত্রী জানিয়েছেন, এই ব্যাপারে রেল সবরকম সাহায্য করবে।
মূলত রেলওয়ে সেফটি কমিশনার দক্ষিণ-পূর্ব রেলকে এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, স্বতন্ত্র ভাবেই তদন্ত করবেন তিনি। এই ব্যাপারে ঘটনাস্থলে থাকা প্রতিটি প্রমাণ খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল ঘুরে রেলমন্ত্রী জানিয়েছেন, বেশ কয়েকটি জায়গা দেখা গিয়েছে লাইন উপড়ে বেরিয়ে এসেছে। সেগুলি আগে থেকে ভাঙা ছিল, নাকি দুর্ঘটনার জন্য ভেঙেছে তা খতিয়ে দেখা হবে।
বালেশ্বরে এই ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৩৩ জন মারা গিয়েছে বলেই সংবাদসংস্থা পিটিআই দাবি করেছে। আহত কমপক্ষে ৯০০ জন। যদিও রেলের দাবি ঘটনায় মৃত্যু হয়েছে ৮৮ জনের। আহত ৬০০ জন।