রবিবার আগেই জানিয়েছিলেন, তদন্ত সম্পূর্ণ। এবার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromondel Express) সিবিআই তদন্তের সুপারিশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw)। রবিবার সন্ধ্যায় তিনি জানান, পরবর্তী তদন্ত সিবিআই করবে।
রবিবারই রেলমন্ত্রী জানান, ৪০ ঘণ্টায় তদন্ত শেষ হয়েছে। দুর্ঘটনায় কারও হাত আছে। দোষীদের চিহ্নিত করা হয়েছে। এরপরই সিবিআই তদন্তের সুপারিশ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তিনি বলেন, "সবকিছু মাথায় রেখে বলছি, এখনও পর্যন্ত যা প্রশাসনের থেকে তথ্য পাওয়া গিয়েছে, পরবর্তী তদন্তের জন্য সিবিআই-কে সুপারিশ করছে রেল বোর্ড।"
আরও পড়ুন: বিহারে গঙ্গায় তলিয়ে গেল নির্মীয়মান সেতু , ভিডিয়ো ভাইরাল
শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসরে বাহনগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়িও। ৩টি ট্রেনের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।