প্রতিটি ট্রেন কোনও সমস্যা ছাড়াই যাতে ঠিকভাবে স্টেশনে পৌঁছতে পারে এবং তারপর সময়মত স্টেশন ছেড়ে বেরিয়ে যাতে পারে, তা দেখার দায়িত্ব বর্তায় স্টেশন মাস্টারদের ওপর। সিগন্যাল নিয়ন্ত্রণ, যাত্রীসুরক্ষার নানাদিক নিশ্চিত করা থেকে শুরু করে স্টেশনের কর্মচারীদের তত্ত্বাবধান- সবই পড়ে স্টেশন মাস্টারদের দায়িত্বের মধ্যে। এই বিষয়টি তুলে ধরার লক্ষ্যেই স্টেশন মাস্টারের ডেস্কের একটি ছবি সম্প্রতি অনলাইনে শেয়ার করা হয়। যা খানিকক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
প্রশস্তি নামে একজন রেল কর্মকর্তা সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এর মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে বড় ডেস্কে পড়ে থাকা একটি খোলা রেজিস্টার খাতা। তার সঙ্গেই কমপক্ষে দশটি ফোনও রয়েছে সেখানে।
পোস্টের ক্যাপশন- "একজন স্টেশন মাস্টারের ডেস্ক হল এটি। এঁর থেকে বেশি ব্যস্ত পেশাদার কেউ থাকলে তাঁকে দেখান"।
ছবিটি শেয়ার করার পর কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়। নানা ধরনের প্রতিক্রিয়াও দিয়েছেন বেশ কয়েক হাজার মানুষ।