শুক্রবারের ভয়াবহ রেল দুর্ঘটনার পর কেটে গিয়েছে আরও ৭২ ঘণ্টা। একটু একটু করে ক্রমে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে ওড়িশার বাহানাগা বাজার। পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলপথকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল রেল। জানা গিয়েছে, কয়েক হাজার কর্মীর চেষ্টায় অবশেষে সোমবার ওই রেলপথকে ঠিক করে তোলা সম্ভব হয়েছে।
সোমবার সকালে ওই রেলপথে চলে বন্দে ভারত এক্সপ্রেস। তার পরেই আপ লাইন দিয়ে যায় ফলকনুমা এক্সপ্রেসও। গত শনিবার থেকেই লাইনের ধারেকাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না। কড়া নিরাপত্তার মধ্যেই রেল কর্তৃপক্ষের লক্ষ্য, যত দ্রুত সম্ভব ওই রেলপথকে সারিয়ে তোলা।
মঙ্গলবার থেকে ওই রেলপথে সোমবারের তুলনায় ট্রেনের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে রেল।