গরমে পুড়ে খাঁক গোটা দেশ। গণপরিবহনে যাতায়াত কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামান্য আরামের খোঁজে বিমানে পরিবহনের হিড়িক বাড়ছিল। এর জেরে, হুড়মুড়িয়ে বাড়ছিল প্লেনের টিকিটের দামও। এর জেরে অনেকেই ফের ট্রেনে যাত্রার দিকে ঝুঁকতে শুরু করেছে। কিন্তু, এতে ক্রমেই ভিড় বাড়তে শুরু করেছে। এবার ভিড় এড়াতে নয়া সিদ্ধান্ত রেলের।
Arijit Singh : কনসার্টে বিশেষ অতিথি, ভরা মঞ্চে কী করলেন অরিজিৎ সিং ?
৪৩ শতাংশ ট্রেন বাড়াতে চলেছে রেল। গরমে যাতে খুব বেশি ঠাসাঠাসি ভিড় না হয় তাই-ই ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে মোট ৬ হাজার ৩৬৯টি অতিরিক্ত ট্রেনের প্রস্তাব দেওয়া হয়েছে।প্রধান গন্তব্যগুলিকে আরও বেশি ট্রেনের মাধ্যমে সংযোগের চেষ্টায় রেল মন্ত্রক।