উদ্বোধনের ৬ মাসও হয়নি। অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে ছাদ ফুটো হয়ে জল। সংবাদ সংস্থা ANI-কে এমনই জানালেন রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।
প্রধান পুরোহিত জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহেই রামের বিগ্রহ আছে। প্রথম বৃষ্টিতেই ছাদ থেকে জল ঝরছে। তাঁর আবেদন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁর আশঙ্কা, এখনই ব্যবস্থা না নিলে বৃষ্টি বাড়লে মন্দিরে প্রার্থনার জায়গা পাওয়া যাবে না। অযোধ্যার রামমন্দির তৈরি করতে উচ্চমেধাসম্পন্ন ইঞ্জিনিয়ররাও কাজ করেছেন। তার পরেও এমন ঘটনা কীভাবে ঘটল, তাতেই বিষ্মিত রামমন্দিরের প্রধান পুরোহিত।
জল চুঁইয়ে পড়ার কথা স্বীকার করেছেন শ্রী রামমন্দির কনস্ট্রাকশন বোর্ডের প্রধান নৃপেন মিশ্র। তাঁর দাবি, এখন শিখর তৈরির কাজ চলছে। কাজ শেষ হলে, এই সমস্যা থাকবে না। তবে মন্দিরের এমন অবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। লোকসভা ভোটে রামমন্দিরের আবেগকে ভোটবাক্সে কাজে লাগাতেই কি এই মন্দিরের কাজ তড়িঘড়ি শেষ করা হয়েছিল?