২৬ বছরের পুরনো মামলা। পোলিং অফিসারকে হেনস্থার অপরাধে কংগ্রেস নেতা রাজ বব্বরকে ২ বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ায় তাঁকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত।
বৃহস্পতিবার সাজাঘোষণার পর তাঁকে জামিনও দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আদালতে আবেদন করতে পারবেন রাজ বব্বর। ১৯৯৬ সালে লোকসভা নির্বাচনে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়াই করেছিলেন। তাঁর প্রতিপক্ষ হিসেবে ছিলেন অটলবিহারী বাজপেয়ী। ভোট চলাকালীন এক পোলিং অফিসারের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর। এর পরই ওয়াজিরগঞ্জ থানায় রাজ বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই অফিসার। তাঁর অভিযোগ, পোলিং বুথে বব্বর ও তাঁর সঙ্গীরা তাঁকে শারীরিক নিগ্রহ করেছিলেন। বৃহস্পতিবার সেই মামলার রায় প্রকাশ্য আসে।
আরও পড়ুন: দেশের ৭৫৬টি স্টেশনে VSS নজরদারি, তার মধ্যে বাংলার ২২৬টি
আদালত জানিয়েছে, জরিমানার টাকা না দিতে পারলে, আরও ১৫ দিন সাজা বাড়বে বলিউড অভিনেতার।