ব্য়স্ত জনপদ। তার মধ্য়ে দিয়েই ছুটছে একটা গাড়ি। সেই গাড়িকে পিছু ধাওয়া করছে একটি কুকুর। গলায় তার চেন দিয়ে বাধা। কখনও ছুটছে, কখন পড়ছে, কখনও আবার ধাক্কাও খাচ্ছে। তারপর উঠে আবার দৌড়াচ্ছে। এই নির্মম ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে রাজস্থানে।
পেশায় চিকিৎসক, বসেছিলেন ড্রাইভার সিটে। তাঁর এই অত্যাচার থেকে শেষ পর্যন্ত কুকুরকে উদ্ধার করে এই বাইক চালক। দ্রুত ওই সারমেয়কে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, গাড়ি থামার পরে রাস্তাতেই যন্ত্রণায় ছটপট করতে থাকে ওই সারমেয়। তার সারা গায়ে কালশিটে পড়ে যায়।
কেন এই ঘটনা ? জানা গিয়েছে চিকিৎসকের বাড়ির সামনেই থাকতে শুরু করেছিল রাস্তার এই কুকুর। তাকে বারবার সেখান থেকে সরানোর চেষ্টাও করা হয়। কিন্তু না সরায় এই চরম শাস্তি। ইতিমধ্যে ওই চিকিৎসকের বিরুদ্ধে এক পশু সংগঠন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে।