লক্ষ্য ছিল নেপালের অন্নপূর্ণা শৃঙ্গজয়। অভিযানে বেরিয়ে নিখোঁজ রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালু। সোমবার দুপুরে মাউন্ট অন্নপূর্ণার ক্যাম্প৩-এর নীচের এলাকা থেকে ৩৪ বছরের এই পর্বতারোহীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। জানা যাচ্ছে। সাড়ে ১৯ হাজার ফুট নীচের একটি খাদে পড়ে যান অনুরাগ।
‘হিমালয়ান টাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবার মাউন্ট অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্পে ফেরার পথে অনুরাগ প্রায় সাড়ে ১৯ হাজার ফুট নীচের একটি খাদে পড়ে যান তিনি। নিখোঁজ পর্বতারোহীর খোঁজ চালানো হচ্ছে আকাশপথে।
Virat Kohli: বিরাটের আচরণে ক্ষুব্ধ বোর্ড, জরিমানা স্বরূপ কাটা হল পারিশ্রমিক
প্রসঙ্গত, চন্দননগরের পিয়ালি বসাক সোস্মবার সকালেই অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন সফলভাবে।