অরুণাচলের তাওয়াং-এ ভারত-চিন সংঘর্ষ নিয়ে মঙ্গলবার উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
ইতিমধ্যে ভারত-চিন সংঘর্ষের উল্লেখ করে লোকসভায় নিজের বিবৃতি দিয়েছেন রাজনাথ সিং।
মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকবেন ভারতীয় সেনার তিন মুখ্য আধিকারিক সহ ভারতীয় বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা বাহিনীর মুখ্য অধিকর্তা লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।
শুক্রবার গভীর রাতের সংঘর্ষে ২০২০-এর গালওয়ান-কাণ্ডের মতো প্রাণহানি না ঘটলেও দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে। তবে কোনও পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।
ভারতীয় সেনাবাহিনীর তরফে সোমবার জানানো হয়েছে, শুক্রবার রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।