অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর জনসভা করলেন প্রধানমন্ত্রী। কয়েক শতাব্দীর প্রতীক্ষার পর রাম এসে গিয়েছে। দেশের আত্মার সঙ্গে জড়িয়ে রাম। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী বলেন, "ঈশ্বরচেতনার সাক্ষী থেকে এই সভায় এলাম। অনেক কিছু বলার ছিল। কিন্তু গলা ধরে আসছে। আমাদের রাম এখন তাঁবুতে থাকবে না। মন্দিরে থাকবে। এই বিশ্বাস, এই অনুভূতি সব রামভক্তদের হচ্ছে। এই দিন খুবই গুরুত্বপূর্ণ। ২২ জানুয়ারি, ২০২৪-এর ভোর নতুন আভা নিয়ে এসেছে।"
এদিন প্রধানমন্ত্রী বলেন, "আজ থেকে হাজার বছর পরেও এই দিনটির চর্চা হবে। এটা কতবড় কৃপা, যে এই মুহূর্তের সাক্ষী থাকছি। এই সময় অসামান্য সময় নয়। এটি কালচক্রের সর্বকালীন স্মৃতিরেখা।"