হরিয়ানার রেশ মেটার আগেই এবার রাঁচি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেশের দুই প্রান্তে দুই পুলিশ অফিসারকে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তল্লাশি চালানোর সময় ঝাড়খণ্ড পুলিশের এক মহিলা অফিসারকে পিষে দিয়ে যায় একটি পিক-অ্য়াপ ভ্যান। টুপুদানা এলাকায় এই ঘটনায় মৃত্যু হয়েছে মহিলা অফিসার সন্ধ্যা টোপনোর।
পুলিশ সূত্রে খবর, ওই দিন রাতে খবর আসে টুপুদানা এলাকা দিয়ে গরু পাচার হতে পারে। এই খবর পেয়ে ওই এলাকায় টহল দেওয়া শুরু করে ঝাড়খণ্ড পুলিশের একটি দল। সেই দলকেই নেতৃত্ব দিচ্ছিলেন সন্ধ্যা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই পিক-অ্যাপ ভ্য়ানকে আটকানো চেষ্টা করেছিলেন সন্ধ্যা। কিন্তু গতি বাড়িতে তাঁকে পিষে দিয়ে চলে যায় ওই ভ্যান।
আরও পড়ুন : এক বছরে দেড় লক্ষের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন! গন্তব্য কোন কোন দেশ ?
ঝাড়খণ্ড পুলিশের এক কর্তা জানিয়েছেন, টুপুদানা ফাড়ির দায়িত্বে ছিলেন সন্ধ্যা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গাড়ির চালককে। সোমবার রাতে হরিয়ানা পুলিশের এক ডিএসপি সুরেন্দ্র সিংহ নুহতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন। তল্লাশি চালানোর সময় তাঁকে ডাম্পার দিয়ে পিষে মারে খনি মাফিয়ারা। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।