নগ্ন ফোটগ্রাফির ঘটনায় হাজিরা এড়ালেন বলিউড অভিনেতা রণভীর সিং। সোমবার তাঁর চেম্বুরের থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, আপাতত আরও দু সপ্তাহ সময় চেয়েছেন রণবীর। আইনজীবী মারফত মুম্বই পুলিশকে একথা জানানো হয়েছে।
চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণভীর, এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। ২৬ জুলাই সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ।
জন্মাষ্টমীর দিন বান্দ্রার নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সুখস্বপ্ন দেখছেন। তারই মধ্যে কি ঝামেলা এড়িয়ে যেতে চাইছেন রণভীর ? অনাবৃত ফোটোশ্যুট, যা নিয়ে এত মাতামাতি, বিতর্ক, সে সব দীপিকা বা রণবীর কাউকেই স্পর্শ করছে না বলে জানান তারকা দম্পতি। যদিও সমস্যা গলার কাঁটা হয়ে রয়েই যাচ্ছে।