গত ২০ বছর ধরে 'গর্ভবতী' ছিলেন এক পুরুষ। এমনই চমকে যাওয়ার মত ঘটনা সামনে এসেছে। যা দেখে স্তম্ভিত খোদ চিকিৎসকরাই। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় 'ফেস ইন ফেটু'।
এই রোগের অর্থ হল একটি অপরিণত শিশু জন্ম নেয় ভ্রূণের ভেতর। আর পরজীবীর মত সেই ভ্রূণ বেড়ে উঠেছিল পুনের বাসিন্দা সঞ্জু ভগৎ নামে ওই ব্যক্তির দেহে। ধীরে ধীরে ফুলে উঠেছিল তাঁর পেট।
আরও পড়ুন - ডিআরএমের স্ত্রীকে জুতো খুলতে বলায় 'শাস্তি', হাসপাতালে রেলকর্মী
পেট ফুললেও কখনও চিকিৎসকের কাছে যাননি তিনি। শেষ পর্যন্ত শ্বাস নিতে সমস্যা হলে হাসপাতালে যান। আর মুম্বাইয়ের হাসপাতালের চিকিৎসকরা জানার সঞ্জুর গর্ভে রয়েছে ভ্রূণ।
এই ঘটনাও অত্যন্ত বিরল। পাঁচ লক্ষ গর্ভধারণের ক্ষেত্রে এমন একটি মাত্র ঘটনা ঘটে। সঞ্জুর বর্তমান বয়স ত্রিশ বছর। এতগুলি বছর ধরে ভ্রূণ দুটি একটু একটু করে ফুলে উঠেছিল তাঁর পেট।