আর ৪৮ ঘন্টায় বাকি নেই মহাযজ্ঞের। ২০ তারিখ পুরীর জগন্নাথ ধামে প্রতিবারের মতো এবারেও পালিত হতে চলেছে রথযাত্রা। জোর কদমে চলছে রথ সাজানোর কাজ। ইতিমধ্যেই পুরীর ধামে শুরু হয়েছে ভক্ত সমাগম। সর্বত্রই থিক থিক করছে ভিড়। জগন্নাথ দেবের স্নান যাত্রার পর, পুরীর মন্দির বন্ধ থাকে ১৫ দিন। এরপর রথের দিন খোলে মন্দির।
বিশেষ কারিগরের হাতে তৈরী হয় জগন্নাথ, বলরাম সুভদ্রার রথ। জগন্নাথের রথের নাম ‘নন্দীঘোষ’, ভগবান বলরামের রথের নাম 'তালধ্বজ' এবং দেবী সুভদ্রার রথের নাম হল 'দর্পদলন'।এই রথে চড়েই মন্দির ভ্রমণ করেন তিন দেবতা। রথের চাকা তৈরিতেও রয়েছে বিশেষ মাহাত্ম্য। এই মহাযজ্ঞ দেখতে প্রতিবছরই লাখো লাখো ভক্ত সমাগম হয় জগন্নাথ ধামে। হোটেলগুলিও আগাম বুক হয়ে থাকে। এই সময় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় মন্দির চত্বর।