ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ পুরী(Rat attack in Jagannath Temple)। ক্রমাগত বেড়ে চলা মূষিক বাহিনীর দাপটে কার্যত ত্রাহি ত্রহি রব উঠেছে জগন্নাথ মন্দিরে। কখনও রাতের অন্ধকারে বিগ্রহের পোশাক কেটে, কখনও বা পুজোর সময় প্রসাদ-ফুল-বাসনপত্র ফেলে-ছড়িয়ে বিঘ্ন ঘটাচ্ছে পুজোয়(Puri jagannath Temple)। অবস্থা এতটাই গুরুতর যে, ইঁদুরের দল কাঠের তৈরি জগন্নাথ-বলরাম-সুভদ্রার কাঠের মূর্তিতেও দাঁত বসাচ্ছে বলে অভিযোগ। তবে এখানেই রেহাই মেলেনি। ইদানিং গর্ভগৃহে ইঁদুরের পাশাপাশি, বিছের দাপটেও শঙ্কিত মন্দিরের পুরোহিত থেকে পাণ্ডা প্রত্যেকেই।
জগন্নাথ মন্দির(Puri Jagannath Temple) সূত্রে খবর, এর আগেও ওই ইঁদুরের দলকে গর্ভগৃহ থেকে বাইরে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাতে কিছুদিন রেহাই মিললেও বছর শুরু হতেই ফের তাণ্ডব শুরু করে মূষিক বাহিনী। মন্দিরের মধ্যে প্রাণীহত্যা নিষিদ্ধ হওয়ায় বিষ দিয়ে ইঁদুর(Rat attack in Puri Temple) মারা যাচ্ছে না বলেও খবর।
জগন্নাথ মন্দিরের পরিচালক জীতেন্দ্র সাহুর দাবি, এতে ভয় পাওয়ার কিছু নেই। মন্দিরের প্রসাদ থেকে ইঁদুররা(Rat attack in Puri temple) তাদের খাবার সংগ্রহ করে থাকে। বিগ্রহের পোশাক কাটার বিষয়ে তাঁর বক্তব্য, মন্দিরের বিগ্রহগুলি নিয়মিত চন্দন-কর্পূর দিয়ে পরিষ্কার করা হয়। ফলে ভয়ের কিছু নেই।