২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই জুন মাসে দেশজুড়ে সব মিলিয়ে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে মোট ১২ দিন। এর মধ্যে রয়েছে সপ্তাহান্তের ছুটিও। দেশের বিভিন্ন রাজ্যে রথযাত্রা, খর্চি পুজো এবং ইদ উল আজহা উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কগুলি। যদিও, ওই দিনগুলি ব্যাঙ্কে অনলাইন মাধ্যমে টাকা তোলা ও জমা দেওয়া যাবে। খোলা থাকবে এটিএমগুলিও।
জেনে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
জুন মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা:
৪ জুন: মাসের প্রথম রবিবার
১০ জুন: মাসের দ্বিতীয় শনিবার
১১ জুন: মাসের দ্বিতীয় রবিবার
১৫ জুন: ওয়াই এম এ ডিবস এবং রাজা সংক্রান্তির জন্য আইজল ও ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ।
১৮ জুন: মাসের তৃতীয় রবিবার।
২০ জুন: রথযাত্রা উপলক্ষে ভুবনেশ্বর এবং ইমফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৪ জুন: মাসের চতুর্থ শনিবার।
২৫ জুন: মাসের চতুর্থ রবিবার।
২৬ জুন: আগরতলায় খর্চি পুজো উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৮ জুন: বকরি ইদের জন্য বেলাপুর, জম্মু, কোচি, মুম্বই, নাগপুর, শ্রীনগর এবং তিরুঅনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৯ জুন: বকরি ইদের জন্য ভারতের প্রায় সব বড় শহরেই ব্যাঙ্ক বন্ধ।
৩০ জুন: আইজল এবং ভুবনেশ্বরে রেমনা নি ও ইদ উল আজহা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।