দেশের বেশ কয়েকটি ব্যাঙ্কের (Co-operative banks) ওপর বিধিনিষেধ আরোপ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। মোট ৪'টি সমবায় ব্যাঙ্কের ওপর বিধিনিষেধ (Restrictions) আরোপ করা হয়েছে। শুধু তাই নয়, বিধিনিষেধ আরোপের পাশাপাশিই বেঁধে দেওয়া হয়েছে এই ব্যাঙ্কগুলি থেকে টাকা তোলার সীমাও। এই চারটি ব্যাঙ্ক হল যথাক্রমে- ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, দ্য সিউড়ি ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, সাইবাবা জনতা সহকারি ব্যাঙ্ক, ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (বিজনোর)।
আরও পড়ুন: পার্থ গ্রেফতার হতেই অমর্ত্য, অভিজিৎ বিনায়কদের বঙ্গবিভূষণ বয়কটের আর্জি সুজন চক্রবর্তীর
১৯৪৯ এর ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট (Banking Regulation Act) অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। এই সমস্ত বিধিনিষেধ (Restrictions) আগামী ৬ মাস বলবৎ থাকবে বলেও জানায় তারা।
জানা গিয়েছে, সাইবাবা জনতা সমবায় ব্যাঙ্ক (Co-operative bank) থেকে ২০ হাজারের বেশি টাকা তোলা যাবে না। দ্য সিউড়ি ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি তোলা যাবে না। ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড থেকে মাত্র ১০ হাজার টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড থেকে কোনও টাকা তোলা যাবে না।