করোনার (Coronavirus) দাপট কমছে ধীরে ধীরে । এই পরিস্থিতিতে ১৫ মার্চ থেকে ফের স্বাভাবিক হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা (Regular International Flights) । সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, আগের মতোই নির্দিষ্ট সময়সীমা মেনে নিয়মিতভাবে ফের চালু হতে পারে আন্তর্জাতিক উড়ান । তবে কোভিড সতর্কতা মেনে একাধিক সাবধানতা(standard operating procedures)অবলম্বন করা হবে ।
করোনা সংক্রমণ কমছে । আক্রান্তের সংখ্যা এখন অনেকটাই কম । পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চালু করা যায় কি না সেই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (Civil Aviation Ministry) বৈঠক হয় । তাদের মধ্যে আলোচনার পর পুনরায় আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যদিও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এখনও কিছু জানানো হয়নি ।
আরও পড়ুন, Corbevax: Corbevax-কে ছাড়পত্র DGCI-এর, দেওয়া যাবে ১২-১৮ বছর বয়সিদের ভ্যাকসিন
বর্তমানে সরকারি নির্দেশ অনুযায়ী, ভারত থেকে আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবার উপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেশকিছু লাগাম রয়েছে । অর্থাৎ পুরনো শিডিউল মেনে বিমান যাতায়াত করছে না । কোভিডের কারণে ২০২০ সালের মার্চ মাস থেকেই এই বিধিনিষেধ জারি রয়েছে । সেক্ষেত্রে বিশেষ যাত্রীবাহি বিমানের ব্যবস্থা করা হয়েছে । ২০২০-র জুলাই মাস থেকে এয়ার বাবল (air bubble) চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে বিশ্বের ৪০টি দেশের বিমান পরিষেবা চালু আছে ।