সর্বত্র কর্মী ছাঁটাই-এর খবরের মাঝে বেশ কিছুটা স্বস্তির খবর, ৪৫,০০০ নতুন চাকরির সুযোগ দেশজুড়ে। টিমলিজ ডিজিটালের তরফে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রায় ৪৫,০০০ নতুন চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে দেশে। সে সব চাকরিতে বার্ষিক বেতনের পরিমাণ ১০ থেকে ১৪ লক্ষ টাকা।
স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা, ব্যাঙ্কিং, নির্মাণ, এবং রিটেল সেকটরেই মূলত এই চাকরির সুযোগ তৈরি হয়েছে। ডেটা সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়রদের চাহিদা সবচেয়ে বেশি বলেই দাবি করছে ওই রিপোর্ট।
অন্যদিকে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গত কয়েক মাসে বিপুল কর্মী ছাঁটাই-এর খবর সামনে এসেছে। কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ডেল, ফেসবুক, অ্যামাজন গুগল, মাইক্রোসফট-সহ একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা।