দেশজুড়ে পালিত হচ্ছে ৭৪-তম প্রজাতন্ত্র দিবস। ব্যারাকপুরে লাটবাগানের প্রথম আরক্ষা বাহিনীর মাঠে মহাসমারোহে পালন করা হল এই বিশেষ দিনটি। জাতীয় পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। তারপর চলে শহীদদের গান-স্যালুট, কুচকাওয়াজ ও নানা ধরনের প্রদর্শনী।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যারাকপুর আরক্ষা বাহিনীর পুলিশ, বিভিন্ন স্কুল-কলেজ, পুলিশের ঘোড়া, ডগ স্কোয়াড, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ ব্যান্ড।
স্বাধীনতার ৭৫-তম বর্ষের প্রজাতন্ত্র দিবস নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন প্রধানমন্ত্রী। টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করা হয় ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 'ভারতজোড়ো যাত্রা' ১ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।