দেশের ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে নারী শক্তির জয় জয়কার। শুক্রবার রাজপথে দেখা গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ট্যাবলো 'চন্দ্রযান ৩'। সেই ট্যাবলোতে ছিলেন দেশের এই সাফল্যের নেপথ্যে থাকা ৮ মহিলা বিজ্ঞানী।
মহিলা বিজ্ঞানীরা হাত নাড়তেই উন্মাদনা দেখা গেল দর্শকদের মধ্যে। ট্যাবলোতে ৮ জন থাকলেও দর্শক আসনে উপস্থিত ছিলেন ইসরোর আরও ২২০ জন মহিলা বিজ্ঞানী। তবে, ইসরোর প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে শুধু চন্দ্রযানের সাফল্য নয় একইসঙ্গে আদিত্য এল ওয়ান-কেও তুলে ধরা হয়েছিল।
আরও পড়ুন - বৈচিত্রের মধ্যে ঐক্য, দিল্লির রাজপথে কথাকলি থেকে ওডিশি, ৩০ লোকনৃত্যের সাক্ষ্মী দেশ
চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ 'নারীকেন্দ্রিক', 'উন্নত ভারত' এবং 'ইন্ডিয়া-মাদার অফ ডেমোক্রেসি' থিমের উপর আধারিত। এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।