নতুন ভারত গড়ার স্বপ্ন নিয়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে (Republic Day) এক বিশেষ উদ্যোগ নিল একটি বেসরকারি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি । তাদের তরফে প্রজাতন্ত্র দিবস উৎসর্গ করা হল টোকিও অলিম্পিক্স ২০২০ (Tokyo Olympics) ও প্যারালিম্পিক্সে ২০২০ (Paralympics)-তে পদকজয়ী খেলোয়াড়দের ।
সম্প্রতি, ওই কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছে ভিডিওটি । অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) গলায় শোনা গিয়েছে চেতনা জাগানো কবিতা । রয়েছে হার না মানা সেইসব খেলোয়াড়দের কথা, যাঁরা আজ বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করেছে । ভিডিয়োর শেষে সেইসব খেলোয়াড়দের একে একে কুর্নিশ জানানো হয়েছে । সেই তালিকায় রয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra), মীরাবাই চানু. রবিকুমার দাহিয়া, লভলিনা, ভাবিনাবেন পটেল ও আরও অনেকে ।
আরও পড়ুন, Republic Day 2022: ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে রাজপথজুড়ে শোভা বাড়াবে কোন কোন যুদ্ধবিমান
জাপানের টোকিওতে আয়োজিত অলিম্পিকস ও প্যারালিম্পিকসে নজিরবিহীন সাফল্য পেয়েছেন ভারতীয় খেলোয়াড়রা । সোনা, রূপো মিলিয়ে মোট ২৬ টি পদক এবার ভারতের ঘরে এসেছে । প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁরা দমে যাননি । লড়ে গেছেন । জয়ও ছিনিয়ে নিয়েছেন । প্রজাতন্ত্র দিবসে ভারতের সেইসব লড়াকু খেলোয়াড়দের কুর্নিশ জানানো হয়েছে এই ভিডিও বার্তায় ।