সিকিমের বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের উদ্ধারকারী দল বৃহস্পতিবার থেকেই উদ্ধারকাজ শুরু করে গিয়েছে।
আইটিবিপি সূত্রে খবর, গত তিন দিনে উত্তর সিকিমের ১৬ হাজার ফিট উপর থেকে এখনও পর্যন্ত ৬৮ জনকে উদ্ধার করতে পেরেছে আইটিবিপি। তিস্তা পাওয়ার প্রজেক্টের ৬ জন আধিকারিককে উদ্ধার করেছে ITBP।
আরও পড়ুন: ভয়াবহ বিপর্যয়ে সাক্ষী সিকিম, আগেই সতর্ক করেছিল ISRO