রাতের অন্ধকারে রিজার্ভেশন টিকিট দখলের অভিযোগ। সোমবার রাতে হাওড়ামুখী দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা এই অভিযোগ তুলেই সিআরপিএফ-এ অভিযোগ করে। অভিযোগ, সব জেনেও নির্বিকার ছিল রেল। দুরন্তের যাত্রীদের সাহায্য করতে এগিয়ে আসেনি রেল কর্তৃপক্ষ।
সোমবার বিকেল ৩টে ১৫ মিনিটে পুনে থেকে ছাড়ে ১২২২১ পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস। ৯টা স্টেশনে থেমে ২৯ ঘণ্টা পর মঙ্গলবার হাওড়ায় পৌঁছনোর কথা এই ট্রেনের। সোমবার রাতেই ঘটনাটি ঘটে। রাত ১০টা ৪০ নাগাদ ভুসওয়ল স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এরপরই হাতে লাঠিসোঁটা নিয়ে ট্রেনে উঠে আসন জবরদখল নেন কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজন মদ্যপ ছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন: মোদী, মমতারও আগে বিজয়া,দশমীর শুভেচ্ছা জানালেন অন্য এক হেভিওয়েট রাজনৈতিক নেতা
যাত্রীদের অভিযোগ, ট্রেনের বি ফোর কামরায় প্রায় হাজারখানেক লোক ঢুকে যায়। আসন থেকে ঠেলে সরানোর অভিযোগ। খাবার, হাতের ব্যাগও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এত লোক একসঙ্গে ওঠায় এসিও কাজ করা বন্ধ হয়ে যায়। এরপরই আরপিএফের হেল্পলাইন নম্বরে অভিযোগ জানান তাঁরা। কিন্তু বারবার অভিযোগ বাতিল হয়েছে। জানানো হয়েছে, সাহায্য করা সম্ভব নয়। এক্স হ্যান্ডেলে অভিযোগ করেও কোনও লাভ হয়নি।