আরজি করের ঘটনায় এখনও সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে নির্যাতিতার ছবি ও পরিচয়। তা এখনও ডিলিট করা হয়নি বলে সোমবার আরজি শুনানিতে ফের অভিযোগ করা হয়। এদিন দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরুর কথা ছিল। কিন্তু তার আগে প্রধান বিচারপতির বেঞ্চে আরও তিনটি মামলার শুনানি হয়। ফলে বিকেল সোয়া চারটে থেকে শুরু হয় আরজি করের শুনানি।
শুনানির শুরুতেই পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের অভিযোগ, এখন সোশাল মিডিয়ায় নির্যাতিতার ছবি ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ পাল্টা জানায়, এই ব্যাপারে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়। আদালতকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এটা রাজ্যের দেখা উচিত।
যদিও এদিনের শুনানির শুরুতে তা মঙ্গলবার কিংম্বা বৃহস্পতিবার পর্যন্ত আরজি কর শুনানি পিছিয়ে দেওয়া অনুরোধ করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই সওয়াল-জবাবে মধ্যে নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের দাবি, আরজি করের ঘটনা নিয়ে ইতিমধ্যেই স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করা হয়েছে। যা মুক্তিও পেতে চলেছে।
বৃন্দার আর্জি এই ছবি অবিলম্বে বন্ধ করা হোক। বৃন্দার আবেদন, সমাজমাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক। নির্যাতিতার ছবি-সহ তথ্য দেখলে তা মুছে ফেলার জন্য এই নিয়োগের আর্জি জানান তিনি। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ছবি বন্ধ করতে হলে নতুন করে আইনি পন্থা নিতে হবে।