৭৪ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জোর প্রস্তুতি চলছে৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত টানা ৭ দিন ধরে চলবে উদযাপন৷ অতিথি তালিকাতেও চলবে সাধারণ রাজ। VIP আসন সংখ্যাতেও করা হয়েছে কাটছাঁট। রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের উদযাপনে সামনের সারিতে বসার সুযোগ পাবেন রিকশাচালক, সবজি বিক্রেতা থেকে নির্মাণক্ষেত্রের শ্রমিকরা।
Calcutta University-Saraswati Puja: সরস্বতী পুজো করতে টেন্ডারের ডাক কলকাতা বিশ্ববিদ্যালয়ে
দিল্লির কর্তব্যপথ সেজে উঠছে মহাসমারোহে। একসঙ্গে ৪৫ হাজার মানুষ কুচকাওয়াজ এবং অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন৷ এবার দিল্লির অনুষ্ঠানে বাংলার থিম নারীদের ক্ষমতায়ন। সাতদিন ব্যাপী সাধারণতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠানে গান গাইবেন কৈলাস খের। এছাড়া রয়েছে ড্রোন শোয়ের ব্যবস্থাও।