লোকসভা ভোটের আগে INDIA জোট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পঞ্জাব ও বাংলায় একলা চলার বার্তা দিয়েছে আপ ও তৃণমূল কংগ্রেস। এরই মাঝে অন্য ছবি দেখা গেল বিহারে। রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হল সেখানে। সূচনাপর্বে, RJD নেতা তেজস্বী যাদবকে দেখা গেল রাহুল গান্ধির পাশে। বিহারের একাধিক এলাকা ঘুরে দেখেন তাঁরা।
বিহারে ভারত জোড়ো ন্যায় যাত্রা
বাংলা থেকে বিহারে প্রবেশ করেছিল ভারত জোড়ো যাত্রা। মাঝে কয়েকদিন ছিল বিরতি। এরপর শুক্রবার ফের শুরু হয়েছে ওই কর্মসূচি। সেখানে দেখা যায় রাহুল গান্ধির গাড়ির চালকের আসনে রয়েছেন তেজস্বী যাদব। নিজের এক্স হ্যান্ডেলেও ওই ছবি শেয়ার করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
সম্প্রতি সরকার বদল হয়েছে বিহারে, যদিও মুখ্যমন্ত্রী পদেই রয়েছেন নীতিশ কুমার। কিন্তু তিনি জোট ভেঙে বেরিয়ে এসে NDA-এ যোগ দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে রাহুলের জনসংযোগ যাত্রায় পাশাপাশি দেখা গেল রাহুল গান্ধি এবং নীতিশ কুমারকে।