দুধের ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কা লেগে মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। বুধবার ভোররাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। ঘটনায় অনেকেই আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রত্যেককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, বিহার থেকে দিল্লি যাচ্ছিল বাসটি। বুধবার ভোর ৫টা নাগাদ ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মানে বাসটি। সঙ্গে সঙ্গে বাস ও ট্যাঙ্কারটি উলটে যায়।
খবর পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। বাসের ভিতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন তাঁরা। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পাশাপাশি হাসাপাতালে নিয়ে যাওয়ার পরেও একাধিক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এদিকে কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। আর সেকারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারে ধাক্কা লাগে। ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় ওই রাস্তায়।