উত্তরপ্রদেশের শাহজাহানপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনায় ইতিমধ্যে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাঁদের শাহজাহানপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে রাস্তার পাশের একটি ধাবায় দাঁড়িয়ে ছিল একটি বাস। শনিবার রাতে বাসটি সীতাপুর থেকে পুর্নগিরি যাচ্ছিল। সাধারণ যাত্রীদের পাশাপাশি প্রায় ১২ জন পুণ্যার্থীও ওই বাসে করে গন্তব্যে রওনা দিয়েছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ ধাবার দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসের পিছনে ধাক্কা মারে ওই ট্রাক। ট্রাকে করে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল।
Read More- ঠিক কোন জায়গায় ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমালের? জানা গেল নির্দিষ্ট স্থান
প্রথমে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। তারপর খবর পেয়ে পুলিশ পৌঁছয় ওই এলাকায়। প্রায় ৩ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলে। নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু।
শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক কুমার মীনা জানিয়েছেন, রাতের খাবার খাওয়ার জন্য বাসটি দাঁড়িয়ে ছিল। সেসময় দুর্ঘটনাটি ঘটে। কয়েকজন খাওয়া-দাওয়া করতে ধাবায় ঢুকেছিলেন কিন্তু অনেকেই বাসের ভিতরে ছিলেন। যাঁরা বাসের ভিতরে ছিলেন তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে।