আয়ুষ্মান ভারত প্রকল্পের অর্ন্তগত হাসপাতালে পথদুর্ঘটনায় আহতরা পাবেন দেড় লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা।
কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রক এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে।
হাসপাতালে ভর্তির ১০ দিন পর্যন্ত সর্বোচ্চ দেড় লাখ টাকার চিকিৎসা পাবেন আহতরা। এই খরচ বহন করবে বিমা সংস্থাগুলি। দুর্ঘটনার একঘণ্টার মধ্যেই আহত ব্যক্তিকে ভর্তি করা হবে হাসপাতালে৷ একে বলা হচ্ছে 'গোল্ডেন আওয়ার'।
২০২২ সালে ভারতে ১ লক্ষ ৬৮ হাজার জন পথদুর্ঘটনার শিকার হয়েছিলেন। গোল্ডেন আওয়ারে সঠিক চিকিৎসা শুরু হলে আহতদের ৫০ শতাংশের প্রাণ বাঁচানো যেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।