রেলের ঘরে কোটি টাকা। কী ভাবে এল এই টাকা। ভারতীয় রেল জানিয়েছে, তাদের ভাঁড়ারে এই টাকা তুলে দিয়েছেন দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক রোজালিন আরোকিয়া মেরি। স্রেফ বিনা টিকিটের যাত্রী ধরে ভারতীয় রেলের ভাঁড়ারে ১ কোটি টাকা তুলে দিয়েছেন মেরি। তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে রেলমন্ত্রক।
এক টুইটে ভারতীয় রেল লিখেছে, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন মেরি। যিনি নিজের কর্তব্যে অবিচল। দেশের প্রথম মহিলা টিকিট পরীক্ষক হিসাবে বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করে ১ কোটি ৩ লক্ষ টাকা সংগ্রহ করেছেন।
দক্ষিণ রেলের কর্মরত রোজালিন। ২০২২-২৩ অর্থবর্ষে এই জরিমানার অর্থ সংগ্রহ করেছেন তিনি। শুধু রোজালিনই নন, চেন্নাই ডিভিশনের এস নন্দকুমার ২০২২-২৩ অর্থবর্ষে দেড় কোটি টাকার বেশি জরিমানার অর্থ সংগ্রহ করেছেন।