২০২০ সাল থেকে মহামারীর কবলে গোটা দেশ । ওই বছর মার্চ থেকে শুরু হয়েছিল লকডাউন (Lockdown) । ২০২০-২১, ঠিক ওই সময় অসুরক্ষিত যৌনসঙ্গমের (Unprotected Sex) কারণে প্রায় ৮৫ হাজারের বেশি মানুষ HIV-র শিকার হয় । সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে RTI । সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই জানা গিয়েছে ।
HIV অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস । এর ফলে এইডসের শিকার হয় মানুষ । এইডস হল ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম ।
আরও পড়ুন, Summer safety tips for children: এই গরমে আপনার বাড়ির খুদেটার যত্ন নেবেন কীভাবে?
আরটিআই জানিয়েছে, ২০২০-২১ সাল নাগাদ ৮৫ হাজার ২৬৮ জন HIV-র শিকার হয়েছেন । এর মধ্যে সবথেকে বেশি মহারাষ্ট্রে (Maharashtra) । রাজ্যে ১০,৪৯৮ জন HIV-র শিকার, সেখানে দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ । এখানে HIV আক্রান্ত ৯,৫২১ জন এবং কর্নাটকে তৃতীয় । এখানে ৮,৯৪৭ জন আক্রান্ত । মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে । এখানে যথাক্রমে ৩,০৩৭ এবং ২,৭৫৭ জন এইচআইভির শিকার ।
আরটিআই জানিয়েছে, ২০১১-১২ সালে, ভারতে ২.৪ লক্ষ এইচআইভির শিকার হয়েছিল । সেখানে ২০১৯-২০ সালে সংখ্যাটা নেমে হয় ১.৪৪ লক্ষ । ২০২০-২১ সালে কমে হয় ৮৫,২৬৮ ।