সোমবার তৃতীয় পর্যায়ে কক্ষপথ পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে চন্দ্রযান-৩-এর। ওইদিন সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এমনই জানিয়েছে ইসরো। আগামী ১৬ অগস্টের মধ্যে পাঁচটি কক্ষপথই অতিক্রম করে ফেলবে চন্দ্রযান-৩।
চাঁদের কক্ষপথে ঘুরছে ইসরোর চন্দ্রযান-৩। চাঁদের মাটি ছুঁয়ে ফেলতে এখনও কিছুদিন সময় লাগবে। আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন গবেষক বিজ্ঞানীরা। এরইমধ্যে ভারতের প্রতিদ্বন্ধী হয়ে উঠেছে রাশিয়ার ‘লুনা ৫’, ইতিমধ্যেই সেই মহাকাশযান ও চাঁদের দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলেছে। এখন প্রশ্ন কে প্রথম ছোঁবে চাঁদ রাশিয়া না ভারত?
চাঁদের কক্ষপথ পার করতে আর তিনবার প্রদক্ষিণ করতে হবে ইসরোর চন্দ্রযানকে। এখন চাঁদ থেকে চাঁদ থেকে ১,৪৩৭ কিলোমিটার দূরে রয়েছে ইসরোর চন্দ্রযান। রাশিয়ার মহাকাশযানটি শুক্রবার উৎক্ষেপিত হয়েছে। মাত্র ১২ দিনের মধ্যেই চাঁদ ছুঁয়ে ফেলার কথা, যেখানে ইসরোর লাগছে ৪১ দিন।