সচিন তেন্ডুলকরের নিরপত্তারক্ষীর আত্মহত্যা । পুলিশ সূত্রে খবর, নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । জানা গিয়েছে, সচিনের নিরাপত্তারক্ষী দলের জওয়ান ছিলেন তিনি । মৃত জওয়ানের নাম প্রকাশ কাপড়ে । মহারাষ্ট্রের জামনের শহরে ঘটনাটি ঘটেছে ।
প্রকাশ কাপড়ে মহারাষ্ট্রের রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্য ছিলেন । কয়েকদিনের জন্য ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন । সেখানেই মঙ্গলবার মধ্যরাতে সার্ভিস রিভলবার নিজের গলায় ঠেকিয়ে গুলি চালিয়ে দেন বলে পুলিশ সূত্রে খবর । ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি ।
জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ইতিমধ্যেই দুর্ঘটনাজনিত মৃত্যুর ধারায় মামলা করেছে পুলিশ । জওয়ানের পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পৃথকভাবে তদন্ত শুরু করে এসআরপিএফও ।