আজ, সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি (Sagardighi by-election) কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুব্র সাহার মৃত্যু হওয়ায় এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। মোট বুথের (Sagardighi by-election) সংখ্যা ২৪৬'টি। যার মধ্যে ৫০ শতাংশ বুথই 'স্পর্শকাতর' বলে চিহ্নিত। সব বুথেই থাকছে নজরদারি ক্যামেরা। রয়েছে ২২'টি কুইক রেসপন্স টিমও। এই উপনির্বাচনের জন্য মোতায়েন করা হয়েছে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী (Central force)।
রয়েছে মহিলা পরিচালিত একটি বুথও। এই কেন্দ্রে মূল লড়াই তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাতটা থেকে। চলবে সন্ধে সাড়ে ৬'টা পর্যন্ত।
আরও পড়ুন: নির্বাচনের ৭২ ঘণ্টা আগে সাগরদিঘি থানার ওসিকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের
এই উপনির্বাচন নিয়ে রাজনৈতিক কাজিয়া অব্যাহত। রবিবারই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে সাগরদিঘিতে। রবিবার সাগরদিঘির বালিয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বিজেপির দাবি, বালিয়ায় নাড়ুগোপাল-সহ তৃণমূল নেতা কর্মীরা টাকা বিলি করার জন্য এসেছিলেন এলাকায়।
অন্যদিকে, উত্তর পূর্বাঞ্চলের দুই রাজ্য মেঘালয় (Meghalaya election 2023) ও নাগাল্যান্ডে বিধানসভার (Nagaland election 2023) ভোটও আজ। মেঘালয়ে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই দুই রাজ্যেই মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। ২০২৪ সালের লোকসভা ভোটকে 'পাখির চোখ' করেই এই লড়াই হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল।