“সত্যের জয় হল।” শুক্রবার মোরবী আদালত(Morabi Court) তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে(Saket Gokhale) জামিন দিতেই টুইট তৃণমূলের(TMC)। পাশাপাশি, গুজরাট সরকারের সমালোচনা করে টুইটে মোরবী সেতু বিপর্যয়ে কত জন গ্রেফতার হলেন, সে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি, তৃণমূলের আরও অভিযোগ, "সত্য কথা বললেই কন্ঠরোধ করার চেষ্টা হচ্ছে।” শুক্রবারই গুজরাট(Gujarat) যায় তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। তবে এদিন বিকেলেই জামিনে মুক্ত হন সাকেত(Saket Gokhale)।
শুক্রবারই সাকেত গোখলে কাণ্ডে(Saket Gokhale Arrest Issue) ফের প্রতিবাদে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তৃণমূল মুখপাত্র সাকেতের গ্রেফতারিতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক(TMC)। টুইটে তিনি লেখেন, 'মাত্র ৩ দিনের ব্যবধানে দু'বার সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ (Gujrat Police)। তাও আবার আদর্শ আচরণবিধি থাকার মধ্যেই। নির্বাচন কমিশন(ECI) সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। বিজেপির(BJP) আজ্ঞাবহ হয়ে কাজ করছে। নড়বড়ে অবস্থায় গণতন্ত্র।'
সোমবার রাতে রাজস্থানের জয়পুর (Jaipur Airport) বিমানবন্দর থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলেকে(Saket Gokahle) গ্রেফতার করে গুজরাট পুলিশ (Gujarat Police)। মঙ্গলবার সকালে টুইট করে একথা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন (Derek O'brien)। ঘটনার পরেই সাকেত গোখলের গ্রেফতারি কাণ্ডে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। এই ঘটনাকে আসলে 'রাজনৈতিক প্রতিহিংসা' আখ্যা দিয়ে গুজরাট সরকারের পদক্ষেপকে 'ধিক্কার' জানান তিনি।