প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বিসিসি-র তৈরি তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন' নিষিদ্ধ করার কারণ জানতে আরটিআই করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে। বিধি মেনেই আবেদন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে। কিন্তু জবাব পেয়ে বিষ্মিত তিনি।
কেন্দ্রীয় মন্ত্রক কার্যত এড়িয়ে গিয়েছে আরটিআই-এর প্রশ্ন। জবাবে জানানো হয়েছে, ২০২১ সালে সংশোধিত তথ্যপ্রযুক্তি আইনের ১৬(১) ধারায় এই তথ্যচিত্র নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। সেই সিদ্ধান্তের কারণ প্রকাশ্যে আনতে সরকার বাধ্য নয়। ২০০৫ সালের তথ্যপ্রযুক্তি আইনের ধারা মেনেই এই গোপনীয়তা বলে যুক্তি কেন্দ্রের।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে গ্রামীণ ভারতীয় ডাক বিভাগে চাকরি, শূন্যপদ প্রায় ১৩ হাজার
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্তরের জবাবি চিঠি টুইটারে পোস্ট করেছেন গোখলে। তিনি লেখেন, "প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিবিসি ডকুমেন্টারি নিষিদ্ধ করার কারণ আমাকে জানানো হয়নি। এটি ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতাকে প্রভাবিত করবে।"