রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন সানিয়া মির্জা? জল্পনা তো তেমনই। শোনা যাচ্ছে, হায়দ্রাবাদ থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করতে পারেন তিনি৷ তাও আবার যে সে প্রতিপক্ষ নয়, খোদ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে তাঁকে প্রার্থী করার কথা ভাবছে হাত শিবির।
হায়দ্রাবাদের ওই অঞ্চল আইমিমের ঘাঁটি। ১৯৮৪ সাল থেকে হায়দরাবাদ কেন্দ্রটি ওয়েইসিদের দখলে আছে। শোনা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দীন ওই আসনে সানিয়াকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছেন।
Saltlake Murder: রক্তে ভেসে যাচ্ছে ঘর! এত নিঃশব্দে নৃশংস হত্যা! বিশ্বাস হচ্ছে না পড়শিদের
বুধবার রাতে তেলেঙ্গানার অনেকগুলি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। কিন্তু সেই তালিকায় নেই হায়দ্রাবাদ। সানিয়ার জনপ্রিয়তা কাজে লাগিয়ে ওয়েইসির বিরুদ্ধে যুদ্ধে নামবে শতাব্দীপ্রাচীন দল? উত্তর জানা যাবে খুব দ্রুত।