বাংলার ছন্দা গায়েনের পর এবার উত্তরাখণ্ডের সবিতা কাঁসওয়াল (Sabita Kanswal) । হিমালয়ে তুষার ধসে মৃত্যু হল দ্বিতীয় এভারেস্টজয়ী মহিলার । উত্তরাখণ্ডের গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’অভিযানে গিয়েছিলেন সবিতা-সহ ৪১ জনের দল । সেখানেই তুষারধসে (Sabita Kanswal Death) এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে । তাঁদের মধ্যে রয়েছেন সবিতা । প্রাণ হারিয়েছেন আরও এক মহিলা প্রশিক্ষক নাউমি ।
২৬ বছরের সবিতা উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর প্রশিক্ষক ছিলেন। ২০১৮ সাল থেকেই তিনি ওই সংস্থায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছেন । সংস্থার প্রশিক্ষক হিসেবে ‘দ্রৌপদী কা ডান্ডা-২’অভিযানে ছিলেন সবিতা । সংস্থা সূত্রের খবর, ডোকরানি বামক হিমবাহের কাছে শিবির তৈরি করেছিল ৪১ জনের ওই অভিযাত্রী দল। সেইসময় পাহাড় থেকে ধসে পড়া বিপুল তুষারের স্তূপে চাপা পড়েই মৃত্যু হয় সবিতাদের । উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, সবিতা-সহ এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে । ওই দলের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন বাংলার তিন জন। তাঁরা-সহ মোট ২৫ জন শিক্ষার্থী এখনও নিখোঁজ বলে উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে । মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছে । জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ।
আরও পড়ুন, Jalpaiguri Death during Immersion : জলপাইগুড়িতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৮, নিখোঁজ বহু
চলতি বছরের মে মাসে মাত্র ১৫ দিনের ব্যবধানে দুই আট হাজারি পর্বতশৃঙ্গ জয় করেছিলেন সবিতা। এভারেস্ট এবং মাকালু শৃঙ্গ জয়ের পর ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এ স্থায়ী ভাবে প্রশিক্ষকের চাকরিতে যোগ দেন তিনি । সবিতার আগে ২০১৪ সালের মে মাসে ইয়াংপুং কাং শৃঙ্গে আরোহণ করতে গিয়ে মৃত্যু হয় বাংলার ছন্দা গায়েনের।