প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিবিসি ডকুমেন্টরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের।
সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সাংবাদিক এন রাম ও আইনজীবী প্রশান্ত ভূষণ। অন্য একটি পিটিশন দাখিল করেন আইনজীবী এমএল শর্মা। বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করতে কেন্দ্র যে নির্দেশ দিয়েছিল, তা আদালতে পেশ করতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ কেন্দ্রকে নথি জমা করার জন্য তিন সপ্তাহ সময় দিয়েছে। এপ্রিল মাসে মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কেন্দ্র নির্দেশিকা জারি করে, ইউটিউব ও টুইটারে বিবিসির যে তথ্যচিত্রের লিঙ্ক ঘুরছে, তা ব্লক করবে কেন্দ্র।